ফাতেমা জুঁই

ফাতেমা জুঁই

ফাতেমা জুই প্রকৃত নাম কানিজ ফাতেমা সাথী। সাহিত্যাঙ্গনে পরিচিত 'ফাতেমা জুঁই' নামে। তিনি ১৯৮৯ সালের ১লা জানুয়ারি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার কুড়ালিয়া গ্রামে নানার বাড়িতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আমিনুল ইসলাম এবং মাতা নাজমুন নাহার। বাবার চাকরির সুবাদে তাঁর শৈশব এবং শিক্ষাজীবনের শুরু বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায়। তিনি বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে ইডেন মহিলা কলেজের সমাজকর্ম বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। যদিও তিনি একজন গৃহিণী, তবুও অবসর সময় কাটান কবিতা লেখা, গান শোনা, ছবি আঁকা ও হাতের কাজ করার মাধ্যমে। ভ্রমণপ্রিয় এই কবি ইতিমধ্যেই দেশের একজন উদীয়মান বাচিক শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে আবৃত্তি পরিবেশন করেছেন এবং জাতীয় পত্রিকা যেমন বাংলাদেশ বুলেটিন, খোলা কাগজ, আলোকিত বাংলাদেশ-সহ আরও অনেক পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তার লেখনীর অনুপ্রেরণা হলেন তাঁর বাবা, নানুভাই ও দাদুভাই। ইতিমধ্যে তাঁর যৌথ কাব্যগ্রন্থ 'শ্রাবণ সন্ধ্যায় এসেছিলে তুমি' এবং 'রক্তবানে ২৪-এর ইতিহাস' পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে। তাঁর একক কাব্যগ্রন্থ 'আশ্চর্য ছায়াপথ' জীবন, প্রেম ও নারী সমাজের ওপর একটি অনবদ্য সাহিত্যকর্ম।

ফাতেমা জুঁই এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon